জুমাদাল আখিরাহ-শাবান ১৪৪৪   ||   জানুয়ারি-মার্চ ২০২৩

এ সংখ্যার প্রশ্ন

(এ সংখ্যায় প্রকাশিত লেখাগুলো মনোযোগ দিয়ে পড়লেই উত্তর পেয়ে যাবে।)

 

০১। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দুধবোনের নাম কী ছিল?

       ক) শায়মা                  খ) ফাতেমা            গ) হালিমা            ঘ) সফিয়্যা।

 

০২। মদীনায় হিজরতের সময় নবীজীর সাথী ছিলেন কোন সাহাবী?

       ক) আবু মুসআব রা.      খ) আবু বকর রা.     গ) বেলাল রা.        ঘ) আলী রা.।

 

০৩। বাকী ইবনে মাখলাদ রাহ. কোন দেশের বাসিন্দা ছিলেন?

       ক) ফিলিস্তিন               খ) মরক্কো             গ) স্পেন             ঘ) মদীনা মুনাওয়ারা।

 

গত সংখ্যার প্রশ্নের সঠিক উত্তর

০১। খ. (দশ বছর)

০২। ক. (উমর ফারূক রা.)

০৩। গ. (উত্তর প্রদেশ)

০৪। গ. (সূরা নামল)।

 

যাদের ‍উত্তর সঠিক হয়েছে

 

মিকাইল আবদুল্লাহ

বয়স : ১১

মিফতাহুল উলূম মাদরাসা

আলু বাজার, ঢাকা

 

হুসাইন আহমাদ তাহসীন

বয়স : ১১

সাবীলুর রাশাদ মাদরাসা

হাজারীবাগ, ঢাকা

 

কাজী তুবা

ঢাকা

 

মুহাম্মাদ হুযায়ফা

 

বিনতে হাবীব।

 

 

advertisement