শিশুকিশোর জ্ঞানকোষ
এতেকাফ
মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে। এতেকাফ শরীয়তের একটি বিশেষ ইবাদাত। এর মাধ্যমে একমনে কিছু সময় ইবাদাত করার সুযোগ পাওয়া যায়। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশকে নিয়মিত এতেকাফ করতেন। রমযানের শেষ দশকে এতেকাফ করলে ‘লাইলাতুল কদর’ -এ ইবাদাত করার সৌভাগ্য অর্জন সহজ হয়।
এডেন
দক্ষিণ পশ্চিম ইয়ামানের একটি শহর এডেন। শহরটি প্রাচীন বন্দরনগরী হিসেবে পৃথিবীবিখ্যাত। এডেন শব্দটি আরবী عدن শব্দ থেকে রূপান্তরিত হয়েছে। শহরের দক্ষিণের জলসীমা এডেন উপসাগর নামে পরিচিত। লোহিত সাগরের দক্ষিণ অংশ আরব সাগরের পশ্চিমে যেখানে মিলিত হয়েছে, সেটাই এডেন উপসাগর। প্রাচীনকালে পূর্বপশ্চিমে যাতায়াতের প্রধান রুট ছিল এই এডেন উপসাগর। তখন এ অঞ্চলের বাণিজ্যিক ও অর্থনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম।
এনসাইক্লোপিডিয়া Encyclopedia
বিভিন্ন বিষয়ে তথ্যসংগ্রহ ও সংরক্ষণের জন্য প্রস্তুতকৃত একটি বা একসেট বইকে ইংরেজিতে এনসাইক্লোপিডিয়া এবং বাংলায় বিশ্বকোষ বা জ্ঞানকোষ বলা হয়। পৃথিবীর বিভিন্ন ভাষায় জ্ঞানের সকল শাখা বা বিশেষ কোনো শাখাকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে বহু বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া। গবেষণামূলক কাজে এনসাইক্লোপিডিয়া খুব কাজে লাগে।
এভারেস্ট
এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতচূড়া। ভারতীয় উপমহাদেশের সুবিখ্যাত পর্বতমালা ‘হিমালয়’ —এ পর্বতচূড়াটি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮৮৪৮ মিটার তথা ২৯,০২৯ ফুট।