শিশুর আমল
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيمِ
আমরা বেশি বেশি এই যিকিরটি পাঠ করব। কেননা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দুটি কথা এমন আছে, যা যবানে হালকা (বলতে কষ্ট নেই), কিন্তু মিযানের পাল্লায় ভারি এবং আল্লাহর কাছে অতিপ্রিয়। সে দুটি কথা হল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম’।
সহীহ বুখারী, হাদীস ৭৫৬৩; সহীহ মুসলিম, হাদীস ২৬৯৪
প্রত্যেক ফরয নামাযের পর সালাম ফিরিয়ে তিনবার أَسْتَغْفِرُ الله পড়ব। এরপর বলব,
اَللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالإكْرَامِ
সহীহ মুসলিম, হাদীস ৫৯১
হাঁচি দিয়ে বলব, اَلحَمْدُ لِلَّه
আর কেউ হাঁচি দিয়ে اَلحَمْدُ لِلَّه বললে তার জবাবে يَرْحَمُكَ اللَّه বলব।
সহীহ বুখারী, হাদীস ৬২২৪; সুনানে আবু দাউদ, হাদীস ৫০৩৩