জুমাদাল আখিরাহ-শাবান ১৪৪৪   ||   জানুয়ারি-মার্চ ২০২৩

সম্পাদকীয়

এখন শীত। চারদিকে হিমেল পরিবেশ। সন্ধ্যা হতেই কুয়াশায় ঢেকে যায় পুরো এলাকা। রাতের অন্ধকারে আরো ঘন হতে থাকে সেই কুয়াশার ছায়া। এভাবে একদম সকাল পর্যন্ত কুয়াশা ঘিরে রাখে পুরো পরিবেশকে। এরপর সকালে সূর্যের আলো বাড়ার সাথে সাথে কাটতে শুরু করে কুয়াশার জাল। তবে ঘাসের ডগায় তখনো জমে থাকে বিন্দু বিন্দু জল।

শীতের মূল সময় হল দুই মাস পৌষ ও মাঘ। কিন্তু এই দুই মাসের আগে ও পরে আরো কিছুদিন শীত থাকে।

গাছ-গাছালি আর বন-বনানীতে শীত এলে শুরু হয় পাতা ঝরার খেলা। সবুজ সবুজ পাতাগুলো হলদে হয়ে ঝরতে থাকে শীতকালে। শীতের পরে বসন্ত এলে গাছগুলোতে আবার নতুন পাতা গজায়।

ফুলবাগানে শীত আসে নানা ফুলের আয়োজন নিয়ে। গাঁদা, ডালিয়া, সূর্যমুখী, শিউলি ও পাতাবাহারের বর্ণিল শোভা ছড়িয়ে পড়ে এসময়। আর সরিষা ফুলের হলুদে ভরে থাকে মাঠ।

শীতে ওঠে নানাজাতের সবজি। যেমন বাহারি, তেমনি মজাদার।

শীতকালে ঘরে ঘরে পিঠার আয়োজন হয়। নানা স্বাদের বিভিন্ন পিঠা।

শীতের এই সকল আয়োজনের মধ্যে খুব গুরুত্বের সাথে আমাদের মনে রাখতে হবে তাদের কথা, যাদের ঘরে পিঠা-পায়েসের আয়োজন নেই। পর্যাপ্ত শীতবস্ত্র নেই। তারা হয়ত আমাদের আত্মীয়, পরিচিত, প্রতিবেশী কিংবা অচেনা কোনো মানুষ। তাদের প্রতি খেয়াল রাখলে আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। তাদের পক্ষ থেকেও অনেক অনেক দুআ পাব। আমাদের জীবনে সেই দুআর সুফল দেথতে পাব ইনশাআল্লাহ।

 

 

advertisement