জুমাদাল আখিরাহ-শাবান ১৪৪৪   ||   জানুয়ারি-মার্চ ২০২৩

সূরা লাহাব

মাওলানা হুজ্জাতুল্লাহ

আজ তোমাদের এক দুষ্ট লোকের গল্প বলব। নাম তার আবু লাহাব। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে সে নবীজীকে পছন্দ করত না।

একবার হল কী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে মক্কার লোকদের উঁচু আওয়াজে ডাকলেন। আরব দেশে গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য পাহাড়ে উঠে ডাকার রেওয়াজ ছিল। সবাই একত্র হলে নবীজী বললেন, আমি যদি বলি এক শত্রুদল আমাদের উপর হামলার জন্য এগিয়ে আসছে, আগামীকাল সকালে কিংবা বিকালে তারা আমাদের উপর আক্রমণ করবে। তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে?

সবাই বলল, হাঁ, বিশ্বাস করব। আমরা তো তোমাকে কখনো মিথ্যা বলতে শুনিনি।

নবীজী তাদের কাছে আলআমীন ও বিশ্বস্ত নামে প্রসিদ্ধ ছিলেন। তাই তাঁর কথা তারা বিশ্বাস করবে এটাই ছিল স্বাভাবিক।

নবীজী তখন বললেন, আমি তোমাদেরকে একটি কঠিন শাস্তির বিষয়ে হুশিয়ার করছি। তোমরা ইসলাম কবুল করে নাও, নতুবা কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তোমাদের।

কিন্তু হতভাগা আবু লাহাবের নবীজীর কথা পছন্দ হল না। সে বলে উঠল, ধ্বংস হোক তোমার! এ জন্যই কি তুমি আমাদের এখানে ডেকে এনেছ?

দেখো কেমন দুষ্ট। নবীজীর সঙ্গে বেয়াদবি! ওকে একটা কঠিন জওয়াব দেওয়া দরকার না বলো! আল্লাহ তাআলা তাই একটি সূরা নাযিল করে আবু লাহাবের এই কথার জবাব দিয়েছেন

تَبَّتْ يَدَاۤ اَبِيْ لَهَبٍ وَّتَبَّ۝۱ مَاۤ اَغْنٰي عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَ۝۲  سَيَصْلٰي نَارًا ذَاتَ لَهَبٍ

আবু লাহাবের দুহাত ধ্বংস হোক। সে তো ধ্বংস হয়েই গেছে। তার ধনসম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসেনি। অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে।

কাউকে বদদুআ করার জন্য আরবীতে বলা হয়, তার হাত ধ্বংস হোক। মানে সে যেন ধ্বংস হয়। ইসলাম কবুল না করে আবু লাহাব তো নিজের জন্য ধ্বংসই টেনে এনেছিল। তাই বলা হয়েছে, সে তো ধ্বংস হয়েই গেছে।

আবু লাহাবের বেশ ধনসম্পদ ছিল। কিন্তু তার এই ধনসম্পদ তার কোনো উপকারে আসবে না। সে জাহান্নামে যাবে। আগুন যখন অনেক বেশি করে জ্বলে তখন উপরের দিকে আগুনের শিখা উঠতে থাকে। সেটাকে বলে লেলিহান আগুন। এই লেলিহান আগুনে তাকে নিক্ষেপ করা হবে। তার দুষ্টকর্মের সাজা পাবে সে।

আবু লাহাবের স্ত্রীও ছিল মন্দ স্বভাবের। সে অন্যায় কাজে তার স্বামীর সহযোগিতা করত। সেও জাহান্নামে যাবে। তখন তার মাথায় থাকবে লাকড়ির বোঝা। তার গলায় পেচানো থাকবে রশি। দেখো আল্লাহ কীভাবে বলেছেন

وَ امْرَاَتُهٗ  حَمَّالَةَ الْحَطَبِ۝۴ فِيْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ

এবং তার স্ত্রীও (জাহান্নামে যাবে) লাকড়ির বোঝা মাথায় নিয়ে, তার গলায় থাকবে খেজুর বাকলের মজবুত রশি।

আল্লাহ সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন। দুষ্ট লোকদের থেকে রক্ষা করুন আমীন।

তথ্যসূত্র : সহীহ বুখারী, হাদীস ৪৮০১ ও ৪৯৭১

 

 

advertisement