সত্যবাদিতা
সত্যবাদিতা শিখেছি আমরা রাসূলের কাছ থেকে
তাঁর মতো সদাসত্যবাদী দেখেনি তো কেউ আগে।
তাঁর মতো বিশ্বস্ত ও আমানতদার—আরবে ছিল না আর,
তাই সবে ভালেবেসে আলআমীন নাম দিয়েছিল তাঁর।
সত্যবাদীরা আল্লাহর প্রিয়, পৃথিবীর সেরা ইনসান
তারাই হয়েছে সফল, তারাই পেয়েছে পথের সন্ধান।
মিথ্যেবলা দাও ছেড়ে ভাই, মিথ্যেবাদীর নেই তো দাম
সামান্য লাভ হলেও শুরুতে, শুভ নয় পরিণাম।
যা কিছু তোমার কাছে আমানত, করো তার হেফাযত
আমানতদার হয়ে বাঁচা শেখো, করো নাকো খেয়ানত।
খেয়ানতকারী চরম ঘৃণিত, অপ্রিয় সবার কাছে
যার ‘পরে কারো নেই ভরসা তার কী মূল্য আছে?
নবীজীর প্রিয় সাহাবী যারা, ছিলেন নবীরই মতন
তাঁহাদেরই পথে উঠে এসো সবে, জীবন করো গঠন।
সত্যের জয় হোক সবখানে সত্যবাদীর বিজয়
তুমি আমি যদি হই আগুসার সেদিন তো দূরে নয়!